
বৃত্তিপ্রদান ২০২৩
Tue, September 30, 2025
06:57 AM
Ramgonj High School
Conference
আসসালামু আলাইকুম আগামী রবিবার ১৬.৬.২০২৪ রামগঞ্জ হাই স্কুল আলুম্নি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তিপ্রদান ২০২৩ অনুষ্ঠিত হবে ক্লাস ৪ প্লাস ৫ ক্লাস ৭ ক্লাস ৮ মধ্যে। মোট ৫৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি সার্টিফিকেট ক্রেস্ট প্রদান করা হবে। সেইসাথে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান (২০২৩, ২০২৪)। একই সাথে অত্র স্কুলের যার পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে তাদের সম্বর্ধনা অনুষ্ঠান। সময় সকাল ১০টা